অবতক খবর , সংবাদদাতা , দেবাশিস মালিক কুলপি:– বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাখির চোখ করে এগোতে চাইছেন l ঠিক তখনই বিজেপির জেলা পার্টি অফিস গঠন নিয়ে দলের অন্দর মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে l বিশেষ করে কুলপি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি এনজিওর মদতে বিজেপি জেলা পার্টি অফিস নিয়ে গুঞ্জন শুরু হয়েছে l জেলা বিজেপি পার্টি অফিস তৈরির ক্ষেত্রে কুলপি বিধানসভার মন্ডল সভাপতি দের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি বলে অভিযোগ l সম্প্রতি কুলপি রামকৃষ্ণপুর বিজেপি জেলা পার্টি অফিসে কোর কমিটির বৈঠক বিস্তারিত আলোচনা হয় l সেখানে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে জেলা পার্টি অফিস কে কেন্দ্র করে l সূত্রের খবর, জেলা পার্টি অফিস কোন এনজিও দ্বারা পরিচালিত হবে না l ঐ স্বেচ্ছাসেবী সংগঠন শীর্ষকর্তা বিজেপির নাম করে বিভিন্ন জায়গায় টাকা তুলছেন বলে অভিযোগ জানান বিজেপির মথুরাপুর জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায় l

বিজেপি সূত্রের খবর, মথুরাপুর লোকসভা কেন্দ্রের জেলা পার্টি অফিস হওয়ার কথা l মন্দিরবাজার নতুবা কুলপি নেহেরু সড়কের কাছে l এই দায়িত্ব দেয়া হয়েছিল বাদল সিং এর উপর l কিন্তু বিজেপি নেতা বাদল সিং কোনভাবেই বিজেপি পার্টি অফিস এর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ l স্বাভাবিকভাবে মথুরাপুর লোকসভা নির্বাচনের আগে এই বিজেপি পার্টি অফিস তৈরি নিয়ে বিজেপির অন্দর মহলে ক্ষোভের হাওয়া চলছে l তা প্রকাশ্যে এসে পড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস ন্যক্কারজনক ঘটনা বলে দাবি করেছেন l আরো অভিযোগ বিজেপি জেলা সভাপতি দীপঙ্কর জানা, রায়দিঘি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি এবং মন্দির বাজার এলাকার মন্ডল সভাপতি দের সাথে আলোচনা না করে কোন এক বিজেপি নেতা কে রায়দিঘি তে বৈঠক করেন l তা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে মথুরাপুর জেলা বিজেপি পার্টি অফিসে সম্প্রতি l মথরাপুর জেলা বিজেপির সভাপতির দীপঙ্কর জানা স্পষ্টই দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত মথরাপুর জেলা বিজেপি পার্টি অফিসে রামকৃষ্ণপুর এই থাকবে l ভোট-পরবর্তী পর্যায়ের পর নতুন পার্টি অফিস তৈরি হবে এবং জায়গা খোঁজ চলছে l