অবতক খবর, পলাশ চক্রবর্তী, হুগলি, গোঘাট :: আবারো বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল গোঘাটে।ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় । জানা যায় ওই মৃত ব্যক্তির বাড়ি গোঘাটের খানাটি গ্রামে ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গণেশ রায়(৫৫)।রবিবার সকালে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান।
ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।বিজেপি দলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে খুন করছে।
বারবার তাদের কর্মী সমর্থকদের খুন হতে হচ্ছে তৃণমূলের হাতে।কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।এদিন দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে পথ অবরোধ করে বিজেপি।