অবতক খবর , জলপাইগুড়ি : জলপাইগুড়িতে পালিত হলো রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী। আজ রাজা জগদীন্দ্র দেব রায়কতের ১৫৭তম জন্মবার্ষিকী। সোমবার বৃষ্টি ভেজা দিনে জলপাইগুড়ি সাংস্কৃতিক কলা কেন্দ্রে রাজার জন্মদিন পালন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ লোক সংস্কৃতি সমিতির সদস্যরা।
আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল সতর্কতা এবং সামাজিক দুরত্ব মেনে। এই অনুষ্ঠানে জগদীন্দ্র দেব রায়কতের আবক্ষ মূর্তি তে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে।
এর পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি আধিকারিক সূর্য বন্দোপাধ্যায় বলেন, মানুষ তাদের মনে রাখে যারা সমাজ এবং সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।তাদেরই মধ্যে একজন ছিলেন রাজা জগদীন্দ্র দেব রায়কত।