অবতক খবর , উত্তর দিনাজপুর : যুব যোদ্ধাদের উদ্দীপ্ত ও উৎসাহী করতে এবার ময়দানে নামলেন রাজ্যের মন্ত্রী। বুধবার গোয়ালপুকুর এক ব্লকের ধরমপুর এক গ্রাম পঞ্চায়েতের যুবশক্তিকে অক্সিজেন দেওয়ার জন্য কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী জানান, যুবশক্তিকে শক্তি দেবার জন্য যুব যোদ্ধা তৈরি হচ্ছে। প্রতিটি যোদ্ধা দশ থেকে পনেরোটা বাড়ি নিয়ে কাজ করবে এবং সেবা করবে তাদেরকে। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেবে ওই যোদ্ধারা। ইতিমধ্যে গোয়ালপুকুর এক ব্লকে এক হাজার যোদ্ধা তৈরি হয়েছে। সেখানে আরও তৈরি হবে পাঁচশ জন। লক্ষ্যমাত্রা রয়েছে দুই হাজার পাঁচশ জনের।বুথ অনুযায়ী এই যোদ্ধাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মন্ত্রী রাব্বানী।
তিনি বলেন ,একটা বুথে দশটা করে যুব যোদ্ধা থাকবে। যারা অসুস্থ এবং যারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত কিংবা কোথাও হয়তো অনৈতিক কাজ হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে। তা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেবেন ওই যোদ্ধারা ।পরবর্তীতে সামগ্রিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।তবে এই কর্মসূচি শুরু চলছে গোটা রাজ্য জুড়ে। যুব যোদ্ধাদের উৎসাহী করতেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।