এটা লজ্জা, না মর্যাদার বিষয় কে জানে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয় “জাতীয় বেরোজগার দিবস” নামে!
জাতীয় বেকার দিবস
তমাল সাহা
জাতীয় বেকার দিবস
এটাও পালন করতে হয়!
স্বাধীন মানুষ হিসাবে
এসব কি তোমার সহ্য হয়?
অদ্ভুত এই দিন
কত বছর হলো স্বাধীনতা!
এখনও নিজের রুটি রুজি
নিজেরা জোগাড় করবে তারা
এমন কোনো ব্যবস্থা পায়নি
এই দেশের যুবকেরা।
শ্রমিকরা এখনও দেশের ভেতর
পরিযায়ী হয়ে ঘোরে।
রাষ্ট্র সোচ্চারে ঘোষণা করে
আজ জাতীয় বেকার দিবস
এত গর্বভরে!
কোথায় নেতা!কোথায় বিদ্বজ্জন!
করেনা কেন এর প্রতিবাদ?
আজ মানুষ কোথায় যাবে
তাদের জীবন তো বরবাদ।
এই দিবস
কি করে করবে তুমি পালন?
মানবজীবন, জীবন ফসল—
একথা বারবার বলে গেছে
রামপ্রসাদ- লালন।
লক্ষ লক্ষ কবি কবিতা লেখে
কত রাষ্ট্রীয় পুরস্কার পায়।
জাতীয় বেকার দিবস নিয়ে
কোনো কবিতা লিখেছে তারা
আজও কি তা জানা যায়?