অবতক খবর,১৮ সেপ্টেম্বর: ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতবর্ষ কৃষক ভাই,চাষি ভাইদের দেশ। তাদের জীবন আজ সংকটের মুখে। ইতিমধ্যেই ছাড়া ভারতবর্ষজুড়ে লক্ষ্য লক্ষ্য কৃষক দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন, কেউ গলায় ফাঁস দিয়েছেন,কেউ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। কৃষক আমাদের জীবন পথের পথিক। সভ্যতার রথচক্র পরিচালনা করে কৃষক। আজ একটি উল্লেখযোগ্য দিন। বিশ্বকর্মা পুজোর দিন আজ আশ্চর্যজনকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং সেই দিনটির সঙ্গে জুড়ে গেছে জাতীয় বেরোজগার দিবস। তার ৭০তম জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ৭০ জনকে মাস্ক,স্যানিটাইজার বিতরণের পাশাপাশি লাড্ডু খাওয়ানো হয়েছে। এরপর সারা ভারতবর্ষ জুড়ে প্রতিদিন মানুষকে লাড্ডু খেতে হবে। আজ যে বিল পাস হয়েছে,সেই বিল সম্পূর্ণ কৃষি বিরোধী বিল। কৃষকদের সমস্ত ফসল চলে যাবে কর্পোরেট এবং পুঁজিপতিদের ঘরে। তেমনি একটি ব্যবস্থা করা হয়েছে এই বিলে। যেহেতু এটি কৃষি বিরোধী বিল, কৃষকদের জীবনযাত্রার বিরোধিতা করছে তাতে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীহরসিমরত কৌর বাদল পদত্যাগ করলেন। পাঞ্জাব থেকে এমনই হুকুমাত জারি করা হয়েছিল যে,যদি কেন্দ্র কৃষি বিরোধী বিল পাস করে এবং তার নেতৃত্বে থাকে পাঞ্জাবের সদস্যা এই কৃষিমন্ত্রী তবে তাকে পাঞ্জাবে ফিরতে দেওয়া হবে না। অর্থাৎ কৃষিমন্ত্রীকে অবশ্যই কৃষক বিরোধী বিলের প্রতিবাদ জানাতে হবে। জনগণের এই মতামতকে প্রাধান্য দিয়ে কৃষিমন্ত্রী আজ পদত্যাগ করেছেন। ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। কৃষি বিরোধী বিরোধী বিল পাস হয়ে গেল, কিন্তু কৃষি মন্ত্রী পদত্যাগ করলেন।