অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :     চাষীদের বিক্ষোভে বন্ধ হয়ে গেল জগদীশপুর হাটের উদ্বোধন। হাটে সবজি বিক্রির জন্য জায়গা দেওয়ার কথা থাকলেও টাকা না দিলে জায়গা দেওয়া হবে না বলে জানতে পেরে আজ ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। অবরোধ করেন জগদীশপুর হাটের সামনে। বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসা বাধে। সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।

জগদীশপুর এলাকায় রয়েছে বহু প্রাচীন হাট। যেখানে কিছুটা অংশে সব্জি বিক্রি করেন বেশ কিছু গ্রামের বহু চাষী। ফসল ফলিয়ে সপ্তাহে দুদিন এখানে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারা। বেশ কয়েকমাস আগে থেকে এক প্রমোটর এখানে পঞ্চায়েত প্রধানের সহায়তায় হাট বিল্ডিং বানানোর কাজ শুরু করে। নিজেদের জায়গা হারানোর আঁচ পেয়ে প্রতিবাদ করেছিলেন চাষীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়কে লিখিতভাবে জানান তাদের সমস্যা। এরপর চাষিদের জায়গা দেওয়ার কথা থাকলেও তাদের একেকজনের থেকে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

আজ জগদিশপুর হাট উদ্বোধনের করার কথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর।ফলক লাগানো হয়েছিল। কথা থাকলেও চাষিদের বিক্ষোভ হবে বুঝতে পেরে তা বন্ধ করে দেওয়া হয়। সবজি বিক্রির জায়গা না পেলে আন্দোলন চালিয়ে বলে জানিয়েছেন চাষীরা।