অবতক খবর , জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ দুর্গা পূজোর আগেই জলপাইগুড়ি জেলা আবগারি দপ্তরের বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১০ লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার করলো আবগারি দপ্তরের আধিকারিকরা। গ্রেফতার গাড়ির চালক ও খালাসি। আসাম থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল এই বেআইনি মদ। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।
জলপাইগুড়ি আবগারি দপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, আসাম থেকে একটি লরিতে প্রচুর পরিমানে বেআইনি মদ বোঝাই করে বিহার হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীরা জলপাইগুড়ি কলেজ মোড় এলাকায় জাতীয় সড়কে লরিটিকে আটক করার জন্য অভিযান শুরু করে। আবগারি দপ্তরের আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, লরিটির পেছনে ধাওয়া করে জলপাইগুড়ি রানীনগর এলাকায় মদ বোঝাই লরিটিকে আটক করতে সক্ষম হয় আবগারি দপ্তর।
তল্লাশি চালিয়ে লরির ভেতর থেকে প্রায় ৮০০ পেটি মদ আটক করা হয়। এই মদগুলি আসাম থেকে নিয়ে আসা হচ্ছিল। বেআইনি মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লরির চালক ও খালাসিকে। আবগারি দপ্তর সুত্রের খবর, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। আবগারি দপ্তরের জলপাইগুড়ি সদর ওসি সুশান্ত বক্সি জানিয়েছেন, আজ ধৃত লরির চালক ও খালাসিকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে, নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি শুরু করবেন আবগারি দপ্তরের আধিকারিকরা।