অবতক খবর , জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ    আসন্ন দুর্গা পূজাতে এবার বিজেপির মোহিলা মোর্চার পক্ষথেকে পশ্চিমবঙ্গের পুলিশকে হাতে পরার চুরি উপহার দেওয়া হবে। হাতে চুরি পরে বসে থাকুক পুলিশ। ২০২১ সালে বিজেপি যখন ক্ষমতায় আসবে, তখন চুরি গুলো খুলে দেওয়া হবে। জলপাইগুড়িতে এসে পশ্চিমবঙ্গ পুলিশকে এমনি নজির বিহীনভাবে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

দিন কয়েক আগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে নাবালিকা দুই বোনের সাথে গণধর্ষনের ঘটনায় এক বোন বিষ খেয়ে আত্মঘাতী হয়। আর এক বোন বিষ খেলেও প্রাণে বেঁচে যায়। চিকিৎসারত এই কিশোরীর সাথে জলপাইগুড়ি সদর হাসপাতালে দেখা করতে আসেন অগ্নিমিত্রা পাল। হাসপাতালে এসে পুলিশ মেয়েটিকে ছুটি করে নিয়ে গেছে খবর পেতেই ক্ষোভে ফেটে পরেন অগ্নিমিত্রা। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর অভিযোগ, “পুলিশ মেয়েটিকে তাঁর সাথে দেখা করতে দিচ্ছে না। পুলিশ লুকোচুরি খেলছে।“

পুলিশ মন্ত্রী যেমন দ্বিচারিতা করছেন, তেমনি পুলিশও দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। বিজেপি সভানেত্রীর অভিযোগ, “পুলিশের মহিলাদের সুরক্ষা দেবার কথা থাকলেও, মেয়েরা পাচার হয়ে যাচ্ছেন। তাদের বাবা-মায়ের কাছে সন্তানদের ফিরিয়ে দেবার কাজ করতে পারছে না পুলিশ। আর বিজেপি যেখানে শান্তিপূর্ণ ভাবে মিছিল করছে, সেখানে তারা এসে বিশাল বীরত্ব দেখাচ্ছে। আমরা এরপর একটা কর্মসূচী নেব। আমরা কিছু চুরি কিনব। আর চুরি কিনে পশ্চিমবঙ্গের পুলিশকে উপহার দেবো। ওটাই ওদের প্রাপ্য। হাতে চুরি পরে বসে থাকুক। আর ২০২১ সালে আমরা যখন ক্ষমতায় আসব, তখন চুরি গুলো খুলে দেব।“

অন্যদিকে, রাজগঞ্জের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা। বিজেপি রাজ্য সভানেত্রীর অভিযোগ, “যাদের মেয়ে নিখোঁজ, রাজগঞ্জ থানার পুলিশ তাদের কাছ থেকেই ৮ হাজার টাকা নিয়েছে। নিখোঁজ মেয়ের বাবা এই অভিযোগ করলে, তাকে থানায় তুলে নিয়ে গিয়ে সে ভুল বলেছে বলে, বলানো হয়েছে।“ এদিনে জলপাইগুড়ি সদর হাসপাতালে অগ্নিমিত্রা পালের সাথে ছিলেন জেলা বিজেপির সভানেত্রী টিনা গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেত্রীরা।