অবতক খবর , শিলিগুড়ি :      দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তীর কাছে বিজেপির তিন নেতৃত্বে নামে এফআইআর করা হয়। এফআইআর জমা দেওয়ার পর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার জানান, বিজেপির পক্ষ থেকে আজ যে মিছিল বের করা হয়েছিল সেই মিছিলের পুলিশের পক্ষ থেকে কোনরকম পারমিশন ছাড়াই আইন ভাঙার যে প্রয়াস আজ বিজেপি করল আইন-কানুন কিছুই না মেনে তার তীব্র ধিক্কার জানান রঞ্জন বাবু। তিনি আরো বলেন, আজকের এই মিছিল থেকে যে ভাষা ব্যবহার করা হয়েছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে।

রাজ্য সরকারের নেতা-নেত্রী ও মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারই বিরুদ্ধে আজ তিনজন বিজেপি নেতা রথীন্দ্রনাথ বোস, সায়ন্তন বসু ও সৌমিত্র খাঁ, এই তিনজনের নামে এফআইআর করা হলো বলে রঞ্জন সরকার জানান। আজ শিলিগুড়ি থানায় এফআইআর জমা করতে যান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার তৃণমূল নেতা মদন ভট্টাচার্য, বেদব্রত দত্ত সহ অন্যান্যরা। তিনি জানান, শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে বিজেপি। অবিলম্বে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রসঙ্গত, শুক্রবার বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে আন্দোলনের সরব হয় বিজেপি। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। যদিও মিছিলের অনুমতি না থাকায় মিছিলটিকে হাসমিচকে আটকে দেয় পুলিশ। আটক করা হয় একাধিক নেতা-কর্মীদের। এই কর্মসূচির পরপরই রাজ্য সরকারের বিরোধিতায় মন্তব্য করতে দেখা যায় বিজেপির রাজ্য নেতৃত্বদের। এরপরই বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি তোলেন তৃণমূল নেতা কর্মীরা।