অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ব্রাহ্মণদের ভাতা এবং গৃহ প্রদান করা হবে সেই কারণেই মুখ্যমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপন এর মধ্য দিয়ে আজ পথসভা শুরু করলেন কোতুলপুর ব্লকের ব্রাহ্মণ ট্রাস্ট এর সদস্যরা । এই পথ সভাতে আনুমানিক চার থেকে সাড়ে ৪০০০ ব্রাহ্মণ এই পথসভাতে পা মেলান। তারা মুখ্যমন্ত্রী এই ব্রাহ্মণদের ভাতা প্রদানে খুবই খুশি এবং মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন।
ব্রাহ্মন সমাজের সদস্যরা তাদের আরও দাবি জানান যে আগামী দিন এই ৪০০০ ব্রাহ্মণ ছাড়াও আরও বেশিসংখ্যক ব্রাহ্মণদের সাহায্য প্রদান করা হোক। মানবিক মুখ্যমন্ত্রী তাদের এই কথা অবশ্যই বিবেচনা করবেন বলে আশাবাদী ব্রাহ্মণ সমাজের সদস্যরা। তাদের আরো দাবি, পঞ্চম শ্রেণি পর্যন্ত সংস্কৃত ভাষা পাঠ্যপুস্তক এর আওতাভুক্ত করতে হবে । আজ পথ সভার পূর্বে প্রয়াতঃ তাপস চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।