আবতক খবর, দেবাশিস মালিক:- মন্দির বাজার:রবিবার জমিতে কারেন্ট জাল পাততে গিয়ে ধরা পড়ে একটি কিং কোবরা সাপ।
সকালে জমিতে কারেন্ট জাল পাত়তে গিয়ে রামপ্রসাদ সরকারের জালে ধরা পড়ে এই সাপটি l

এই বিষধর সাপটি প্রায় ৪ফুট লম্বা l দক্ষিণ ২৪পরগনার মন্দিরবাজার থানার ভগবতীপুর আশ্রম মোড়ের ঘটনা l ডায়মন্ড হারবার বনদপ্তর কে খবর দেয়া হয়েছে l