অবতক খবর , নদীয়া : জয় লাভের পর থেকে,আমার উন্নয়ণমুখী কর্ম ধারাকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে শাসন তৃণমূল, একের পর এক জঘন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমার বিরুদ্ধে,এ অভিযোগ সাংসদ জগন্নাথ সরকারের।আমি ঘটনায় ভীত নই, আজীবন আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবো,এটাই আমার শপথ,আজ বগুলাতে বিজেপি নদীয়া জেলা দক্ষিণ,৩৮ নং জেড,পি-র উদ্দোগে রক্তদান শিবির সহ শাসক তৃণমূল দল ছেড়ে বিজেপিতে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সভামঞ্চ থেকে এই কথাগুলি বলেন সাংসদ জগন্নাথ সরকার।
বগুলা বেনফিস মার্কেটে আয়োজিত এই সভায় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক আশীষ কুমার বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। জগন্নাথ বাবু আরো বলেন, সীমাহীন দুর্নীতিতে ছেয়ে গেছে আজ তৃণমূল দলটি,আর রাজ্যের পুলিশ প্রশাসন, আত্মসম্মান বিসর্জন দিয়ে এদের দলদাসে পরিনত হয়েছে এবং এজন্যই রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে, মানুষ সুবিচার পাচ্ছেন না। সম্প্রতি কৃষ্ণগজ্ঞ বিধায়ক সভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের মামলায় আদালতে পুলিসের চার্জশিট দাখিল সংক্রান্ত বিষয়ে মন্তব্য প্রসঙ্গে কথা গুলি বলেন, সাংসদ জগন্নাথ সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজীর ৭০ তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে দলীয় কর্মী সমর্থক সহ সর্ব সাধারণের উপস্থিতি সহ রক্তদাতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো।মোট ৮৬ জন রক্তদাতা আজ রক্তদান করেন। শাসক তৃণমূল সহ বিরোধী সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচিতে উল্লেখযোগ্য ঘটনা ছিল,মুড়াগাছা কলোনির দাপুটে সিপিএম নেতা অমরেশ ঢালি র নেতৃত্বে এলাকার ১৬ টি পরিবার আজ বিজেপিতে যোগদান করেন, পাশাপাশি মামজোয়ান গ্ৰামের ত্রিশটি পরিবার তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা। এলাকার তৃনমূল, সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে প্রায় চার শতাধিক কর্মী সমর্থক আজ বিজেপি শিবিরে যোগদান করেন বলে দাবি করেন বিজেপি নেতা ডাঃ দুলাল চন্দ্র বিশ্বাস।