অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইএম কর্মীরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন কর্মসূচি পালন করছেন । সেই মতই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমাশাসকের এর কাছে ১৬ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন সিপিআইএম কর্মীরা ।
পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে এবং তাদের মাথাপিছু মাসে ১০ কেজি খাদ্য দিতে হবে । যারা আয় কর দেন না তাদের মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা দিতে হবে। বিধবা ভাতা পাচ্ছেন না তাদেরকে অবিলম্বে বিধবা ভাতা দিতে হবে , ৬০ বছরের উর্ধ্বে সকল ব্যক্তিদের বৃদ্ধ ভাতা সুনিশ্চিত করতে হবে , এই ধরনের একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ বিষ্ণুপুর মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিলেন সিপিআইএম কর্মীরা ।
আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে প্রায় ৫০০০ এর বেশি সিপিএম কর্মী-সমর্থক এই মিছিলে পা মিলায়। মহকুমাশাসকের অফিসের সামনে কিছু সময় তারা বিক্ষোভ প্রদর্শন করার পর তাদের কয়েক জন প্রতিনিধি মহকুমাশাসক অনুপ কুমার দত্তের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন ।