অবতক খবর , কোলকাতা :- ইতিমধ্যে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গেছে নয়াকৃষি বিল। এই বিলের বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নিজেও। সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করিয়ে নেয় বিজেপি। তবে এই বিলের প্রতিবাদে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ জানাচ্ছে তৃণমূলের থেকে আজ সারা রাজ্য জুড়ে তীব্র বিরোধিতা করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূলের মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল এর প্রতিবাদে ধর্ণা অনশন শুরু হয়েছে। সকাল থেকে মহিলারা ধর্ণা মঞ্চ থেকে থালা বাজিয়ে কেন্দ্রের এই বিলের প্রতিবাদ করছেন। তৃণমূলের মহিলা নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কৃষক বিরোধী বিলের প্রতিবাদে সমস্ত স্তরের মানুষ কে সরব হতে আহ্বান জানান।