অবতক খবর, , দেবাশিস মালিক, দক্ষিণ ২৪ পরগনা :- কুলপি ব্লকের আমফান দুর্নীতিতে বেশকিছু বেনিফিসারীকে এখনো পর্যন্ত আমফানের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ জেলা পরিষদ সদস্য নিরঞ্জন মাঝি l ডায়মন্ডহারবার মহকুমা শাসকের কাছে অভিযোগ করলেন মঙ্গলবার l মহকুমা শাসকের কাছে তিনি প্রকারান্তরে ইঙ্গিত দিলেন, আমফাম দুর্নীতি নিয়ে তিনি আইনের পথে যেতে চাইছেন l

মহকুমা শাসক সমস্ত বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেনকে ডেকে পাঠান বলে সূত্র মারফত খবর l পাশাপাশি জেলা পরিষদ সদস্য নিরঞ্জন মাঝিকে আশ্বাস দেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে l সূত্রের খবর দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের আম্ফান দুর্নীতি নিয়ে বিশাল ভাবে বেকায়দায় পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস l

বিরোধীরা একের পর এক আম্ফান দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়ে চলেছেন সংবাদমাধ্যমে l তবে সবকিছু হজম করে নিয়ে অস্বীকার করেছেন কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার l কুল্পি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় হালদার তিনিও জানিয়েছেন , আম্ফান দুর্নীতিতে বিজেপি , সিপিএম , কংগ্রেস সবাই জড়িয়ে রয়েছে l সবারই পরিবারের লোক আম্ফান সরকারি সাহায্য পেয়েছেন l চ্যালেঞ্জ জানিয়েছেন সমস্ত বিরোধী শক্তিকে l স্বাভাবিকভাবে আম্ফান ইস্যুকে কেন্দ্র করে শাসক দলের পাশাপাশি প্রশাসনিক আমলারা ভীষণভাবে বেকায়দায় পড়ে গেছেন l প্রশাসনের দাবি , শাসক দলকে সন্তুষ্ট করতে বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়েছে বলে অভিযোগ l