অবতক খবর,২২ সেপ্টেম্বর:রেল কর্তৃপক্ষ বিশেষ করে আরপিএফ প্রশাসন জানিয়ে দিয়েছেন, যা হবার হয়েছে। কিন্তু নতুন করে রেলের জমিতে আর কোন বেদখলদারি এবং নির্মাণ প্রক্রিয়া চলবে না। যেকোনো রাজনৈতিক নেতার মদত থাকুক না কেন সেই নির্মাণ, তারা বরদাস্ত করবেন না। যেখানে বেআইনি নির্মাণ হতে দেখবেন, খবর পেলেই অভিযোগ এলে তারা সেই নির্মাণ ভেঙে দেবেনই। উদাহরণ স্বরূপ বলা যায়, কাঁচরাপাড়া স্পল্ডিং মাঠ অর্থাৎ ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট সংলগ্ন একটি সোনার দোকানদার মালিক সুরজ সাউ বেআইনিভাবে রেলের জমিতে নির্মাণ প্রক্রিয়া শুরু করেছিল। এ বিষয়ে রেল দপ্তরে অভিযোগ যায় এবং আরপিএফ সক্রিয় হয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে যায়।

আরপিএফ কর্তৃপক্ষ এক সাক্ষাৎকারে জানান , তারা কোনমতেই আর বরদাশ্ত করবেন না এই বেআইনি নির্মাণ। নির্মাণ ভেঙে সমস্ত মালপত্র তারা হাওড়া ডিভিসনে নিয়ে যাবেন এবং ঘটনাস্থলে যিনি থাকবেন অর্থাৎ এই নির্মাণের সঙ্গে যে বেআইনিভাবে যুক্ত তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। এখন থেকে রেলওয়ে এলাকায় আর কোন বেআইনি দখলদারি ও নির্মাণ চলবে না। তারা জানান, এ বিষয়ে সরকারিভাবে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।