অবতক খবর , সংবাদদাতা , আসানসোল :- বালির গাড়ি ধড়পাকড় এর বিরুদ্ধে আসানসোলে HLG মোড়ে এক বৈঠক করলেন গাড়ির মালিকরা। প্রসঙ্গত জেলা প্রশাসনের নির্দেশে জেলা জুড়ে অবৈধ বালির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই বহু বালির গাড়ি আটক করে জরিমানা করা হয়েছে। এদিন গাড়ির মালিকরা জানান চালান নিয়ে বড় গাড়ি করে বালি এনে বিভিন্ন এলাকায় মজুত করা হচ্ছে।

বিভিন্ন এলাকায় বড় গাড়ি ঢোকে না তারজন্য সেই সমস্ত এলাকায় ট্রাক্টারের মাধ্যমে বালি সরবরাহ করা হচ্ছে। সেই সময় ওই গাড়ি গুলোকে ধরে জরিমানা করা হচ্ছে।এর ফলে সম্যসায় পড়েছেন গাড়ি মালিকরা।তাই এদিন বৈঠক করে গাড়ি মালিকরা সিধান্ত নিয়েছেন বৃহস্পতিবার থেকে বালির গাড়ি চলাচল বন্ধ থাকবে। এই বিষয়টি জেলা শাসক, ভুমি ও ভুমি সংস্কার আধিকারিকদের জানানো হবে।