অবতক খবর, দেবাশিস মালিক, পাথর প্রতিমা:- শুধু সুন্দরবন চর্চা পত্রিকা ও তেপান্তরের স্বপ্ন সংস্থার পক্ষ থেকে সুন্দরবনের দক্ষিণতম প্রান্তিক দ্বীপ জি প্লটের গোবর্ধনপুরে , বিবেকানন্দ অঙ্কন শিক্ষাকেন্দ্র চালানো হয় , বছরভর সময় ধরে। প্রায় ৮০ টি পরিবারের ৭০ জন ছেলে মেয়ে এখানে আঁকা শেখে।

অঙ্কণ শিক্ষণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এ উদ্যোগ বহুদিনের। আম্ফানের , পরবর্তী সময়ে বিদ্যুৎ এর চরমতম সমস্যা র জন্য এদের পড়াশুনা রাতের অন্ধকারে প্রায় থেমে যায়। এই সমস্যার পাকাপাকি সমাধানের জন্য বিকল্প পদ্ধতিতে সৌরবিদ্যুৎ এর সেট তুলে দেওয়া হলো তাদের সকলের হাতে। পত্রিকার এই সৌর আলো বিতরণে সাহাগঞ্জ এস এন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন বিশেষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।