অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়ি : বেশ কিছুদিন ধরেই বক জাতীয় একটি পাখিটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় জানান আজ সকালে আমরা দেখতে পাই আমাদের বাড়ির পুকুরের মধ্যে এই পাখিটি পড়ে রয়েছে। আমরা দেখেছি পাখিটি খাদ্য হিসেবে মাছ খেত এবং মাছরাঙ্গা পাখির মতই এদিক-ওদিক ডানা মেলে উড়তে কিন্তু বেলা বাড়তেই পাখিটি আর উঠতে পারছিল না । এই পাখিটিকে এর আগে এই এলাকায় কোথাও দেখা যায়নি । জানাজানি হতে এই বিরল প্রজাতির পাখি দেখতে স্থানীয় মানুষজন ভিড় করেন ।
এলাকার বাসিন্দা বসন্ত রায় জানান পাখিটা দেখতে অনেকটা হাঁসের মতো কিন্তু হাঁস নয় । এরপর আমরা বিন্নাগুড়ি বন বিভাগকে খবর দিলে বনবিভাগ পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায় । পাখিটিকে সুস্থ করে তারা গরুমারা জঙ্গলে সেটিকে ছেড়ে দেবেন বলে জানা যায়।