অবতক খবর,২৪ সেপ্টেম্বর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীকে সামনে রেখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যা ফোর্থ পিলার নামে বিশ্বে পরিচিত,সেই সংবাদপত্রের বীজপুরের একটি সংগঠন ‘The Bengal Press Association’ আত্মপ্রকাশ করবে ২৫ সেপ্টেম্বর। এই উপলক্ষে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে এই প্রেস অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য এবং তার কর্তব্য নিয়ে আলোচনা হবে, সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৈহাটি বিধানসভার বিধায়ক শ্রী পার্থ ভৌমিক। তিনি এই প্রেস অ্যাসোসিয়েশনটির উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন প্রধান অতিথি হিসেবে জনাব আব্দুল আজাদ কালাম ইসলাম(এসডিও, ব্যারাকপুর), অভিজিৎ মুখার্জী (সুপার,জেএনএম হসপিটাল), সুবোধ অধিকারী (সমাজসেবী),তৃণাঙ্কুর ভট্টাচার্য্য (সমাজসেবী) এবং উদয় বসু(বিশিষ্ট সাংবাদিক)।
এই যে নতুন প্রেস অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে তাতে দায়িত্বে রয়েছেন সভাপতি স্বপন কুমার দাস,কার্যকরী সভাপতি অরুনাভ ব্রহ্ম,সহ সভাপতি অনুপম সিংহরায়, স্বর্ণদ্বীপ সূত্রধর,সাধারণ সম্পাদক সোনালী ব্যানার্জী,সহ সম্পাদক রঞ্জন ভরদ্বাজ,সুব্রত রায়,কোষাধক্ষ্য সিন্টু প্রামাণিক ও রাজীব গুপ্তা।কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অর্ঘ্য দাস, তন্ময় দাস, সৌভিক সরকার, শামু রজ্জক,অমরদীপ,রঞ্জিত সাউ।