অবতক খবর , দেবাশিস মালিক, কুলপি:- শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪পরগনা কুলপি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের ঢিলছোড়া দূরত্বে পুরানো ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর অফিসে আগুন লাগায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সেই সময় কুল্পি ব্লক অফিসের সামনে থেকে সরকারি সাহায্য দেয়া চলছিল হাঁড়ি, কড়া । সাধারণমানুষ আগুনের ফুলকি দেখে ছোটাছুটি শুরু করে দেন । ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ব্লক অফিস থেকে দমকল বাহিনীকে খবর দেয়া হয় ।

ডায়মন্ড হারবার থেকে দমকল বাহিনীর একটি গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা চালায় পুরানো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর । এ সম্পর্কে কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার বলেন, পুরনো অফিসে হাঁড়ি, কড়া গোডাউন ঘর করা হয়েছিল । প্রাথমিকভাবে ধারনা, ওই গোডাওন ঘরে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল তারা কেউ হয়তো বিড়ি খেয়ে ফেলেছিল , তার থেকেই আগুন ছড়িয়ে       পড়ে ।  ওই গোডাউনে হাঁড়ি, কড়া পাশাপাশি চুন রাখা ছিল । দমকল এসে আগুন আয়ত্তে আনে ।