অবতক খবর, দেবাশিস মালিক, ফলতা :- ঘনশ্যামপুর চাইল্ড ও ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সাধন কেজি ও প্রাইমারী স্কুলের সেমিনার হলে মহামারী করোনা সংক্রমণ দুরিকরনে এলাকার অভিভাবক ও অভিভাবকদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফলতা পঞ্চায়েত সমিতির সদস্য রহিম সারেং তিনি বলেন, আমাদের রাজ্যে সরকার মহামারী দুর করার জন্য কাজ করে চলেছেন ।
সম্পাদক সেখ জাকির হোসেন বলেন,আমরা গত শুক্রবারতারিখ হতে সাধারণ মানুষদের মধ্যে করোনা সংক্রমণ দুর করার লক্ষে ধারাবাহিক প্রশিক্ষণ কম’সুচি চালিয়ে আসছি।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ২৪ঘন্টা কাজ করে চলেছেন। আমারা সরকারের নিয়ম নিতি মেনে চললে ও ডাক্তারের পরামর্শ মেনে চললে আমরা ভালো থাকবো। সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষীকা অপনা’ দত্ত, হাজী হায়দার আলী সেখ, ওহাব সেখ, সভাপতি সাহার নবী চাপরাশী, ইসরাফিল চাপরাশী, বলতে পঞ্চায়েত সমিতির পূতে’র কমা’ধক্ষ্য নজরুল মন্ডল, অনুপম দত্ত, সারোউদ্দিন চাপরাশী, ইসলাম সেখ প্রমুখ।