অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি : – দুর্ঘটনাগ্রস্থ আহতদের উদ্ধার করতে গিয়ে বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মেটেলি থানায় কর্মরত এক হোমগার্ডের।গুরুতর আহত হয়েছেন মেটেলি থানার এ এস আই সহ পাঁচজন।রবিবর রাতে দুর্ঘটনাটি ঘটেছে চালসা থেকে মেটেলিগামী রাজ্য সড়কে। মালের এস ডি পি ও দেবাশিষ চক্রবর্তি বলেন,এদিন দুই সাইকেল আরোহীকে একটি অজ্ঞাত বাইক ধাক্কা মেরে পালিয়ে গেলে সাইকেল আরোহীরা রাস্তায় পড়ে থাকে।সেইসময় প্রতিদিনের মত এ এস আই মিঠু রায় রাস্তায় হাঁটতে বেড়িয়েছিলেন।

ঘটনাটি দেখতে পেয়ে তিনি আহতদের উদ্ধার করতে এগিয়ে যান।ঠিক সেইসময় হোমগার্ড প্রিতম দে মালবাজার থেকে বাইকে মেটেলি থানায় ফিরছিলেন।রাস্তায় অফিসারকে সাহায্য করতে দেখে তিনিও বাইক দাঁড় করিয়ে হাত লাগান।সেইসময় একটি বাইক দ্রুতগতিতে এসে সবাইকে ধাক্কা মেরে ছিটকে পড়ে।ঘটনাস্থলেই মৃত্যু হয় হোমগার্ড প্রিতমের।এ এস আই মিঠু রায়ের পা ভেঙে যায়।প্রত্যেকেই গুরুতর আহত হয়।সবাইকে উদ্ধার করে আনা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে।আহতদের মধ্যে তিনজনকে রেফার করা হয়েছে। এ এস আই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।