অবতক খবর , শিলিগুড়ি :      মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক না পেয়ে অপমানিত আমি জানালেন শিলিগুড়ির বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য বলেন, প্রশাসক বোর্ডে নির্বাচিত হওয়ার পর তিনি আশা করেছিলেন এবারে তাদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সম্মুখে হাজির হতে পারবেন। অভিযোগ, এবারও প্রশাসনিক বৈঠক নিজেদের পছন্দের মানুষেরা জায়গা পেলেও বিরোধীদের ক্ষেত্রে অসৌজন্যতা দেখিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, শিলিগুড়ি গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত। ৪টি দেশের সীমান্ত রয়েছে এই শহরে, এরপরেও কেন্দ্র-রাজ্য শিলিগুড়িকে গুরুত্ব দিতে নারাজ। শহরবাসীর স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লিখিতভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তা একপ্রকার বিফলে যায় বলে জানান অশোক বাবু।