আবাতক খবর ,সংবাদদাতা , আসানসোল :- পুজো এবার অন্যরকম।পুজোর মরসুমে দুঃস্থ শিশু ও মানুষদের পাশে দাঁড়ালো আসানসোলের বার্নপুরের নববিকাশ ক্লাব।এদিন ক্লাব প্রাঙ্গণে ১০০ জন শিশু এবং আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কাউন্সিলার সোনা গুপ্তা, নববিকাশ ক্লাবের সম্পাদক বাপ্পা তালুকদার, স্থানীয় শিক্ষক সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত বার্নপুরের নববিকাশ ক্লাব এর আগে করোনা আবহে বহু মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন। আমফানে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন। এমনকি অন্নপাত্রের মাধ্যমে দুঃস্থ শিশুদের খাবার খাওয়ানো হয়। তাই এবার পুজোর মরসুমে দুঃস্থ শিশু ও মানুষের নতুন বস্ত্র বিতরণ করা হল।এই বস্ত্র পেয়ে খুশি সকলেই।