অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ    দেশের প্রায় সমস্ত রাজ্যের কৃষক কেন্দ্রীয় ‘কৃষক সম্মান নিধি’র টাকা পেলেও এরাজ্যের এক জনও তা পাননি। কারণ রাজ্য সরকার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কেন্দ্রের কাছে জমা দেননি’। দাবী বিজেপির রাজ্যস্তরীয় নেতা সায়ন্তন বসুর।

মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের তরফে এক রক্তদান শিবিরে যোগ দিতে এসে তিনি আরো বলেন, কেন্দ্রের তরফে বারবার কৃষকদের ব্যাঙ্কে সংক্রান্ত তথ্য চাইলেও তা না দিয়ে রাজ্যকে সরাসরি টাকা দিতে বলা হচ্ছে। কারণ শাসক দল এখান থেকেও ‘কাটমানি’ খাবে বলে তিনি দাবি করেন।

এই মুহূর্তে বহুচর্চিত কৃষি বিল নিয়ে বলতে গিয়ে সায়ন্তন বসু বলেন, মানুষকে নীলকর সাহেবদের উদাহরণ তুলে ধরে ভুল বোঝানো হচ্ছে। আইনে স্পষ্ট বলা আছে, একজন কৃষক যেখানে চাইবেন সেখানেই তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এই আইনের ফলে কৃষক তার উৎপাদিত ন্যাহ্য দাম পাবে বলেও সায়ন্তন বসু দাবি করেন।