অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া : বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার ব্যবস্থাপনায় “স্মরণ” প্রকল্প কে বাস্তবায়িত করতে অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস মহাশয় বৃদ্ধ মা বাবাদের খোঁজখবর নিতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে বৃদ্ধ মা বাবারা কেমন আছেন কোনরূপ অসুবিধা হচ্ছে কিনা খোঁজ-খবর নিলেন এবং কোন অসুবিধা হলে অবশ্যই সিভিক পুলিশ ও কোতুলপুর থানাতে জানানোর কথা বলেন।
এছাড়াও করোনা পরিস্থিতিতে তাদের খাওয়া-দাওয়া ঔষধ পত্রের কোন অসুবিধা হচ্ছে কিনা তাও খোঁজখবর নিলেন এবং সামান্য কিছু উপহার তিনি তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মাক্স প্রদান করেন । রাধা মাধব পুর গ্রামে রাস্তার ধারে বসে থাকা ব্যক্তিদের সাথে কথা বলেন এবং কোন অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞেস করেন মাক্স তুলে দেন বাচ্চাদের সাথে কিছুক্ষণ কথা বলেন পড়াশোনা কেমন হচ্ছে সেসব খোঁজখবরও নেন অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস।
রাধামাধব পুর গ্রামের বটকৃষ্ণ বাবু জানান পুলিশ তাঁদের এই যে খোঁজ খবর নিচ্ছে কোন অসুবিধা হচ্ছে কিনা বা করোনা পরিস্থিতিতে কেমন আছে এতে তাদের খুব ভাল লেগেছে বলেই আমাদের জানান । আজকের এই “স্মরণ” প্রকল্পে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস মহাশয় সার্কেল ইন্সপেক্টর অজয় কুমার সিংহ কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানস চ্যাটার্জি মহাশয় সহ একাধিক পুলিশকর্মীরা।