অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়ি হাসপাতালে তুলকালাম সকাল থেকে। এক অসুস্থকে ভর্তি করানো নিয়ে আজ সকালে তুল কালাম কান্ড ঘটে গেলো। ওই ব্যক্তি ভারতনগরের বাসিন্দা। আজ সকালে তিনি অসুস্থ বোধ করায় তাকে তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসেন ভর্তি করানোর জন্য। কিন্তুু হাসপাতালে কর্তব্যরত কর্মীরা জানিয়ে দেন রোগীর অসুস্থতা সন্দেহজনক। তাকে পরিক্ষা না করিয়ে ভর্তি করানো যাবে না।
তখন রোগীর আত্মীয়রা প্রতিবাদ করে জানান রোগী থাকতে পারছেন না আগে ভর্তি করিয়ে পরিক্ষা করা হোক, কিন্তুু তাদের এই প্রস্তাব মানতে চাননি হাসপাতালের কর্মীরা। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা এবং পরে তা হাতাহাতিতে পৌছয়, বেগতিক দেখে ছুটে আসেন হাসপাতালের ডাক্তার এবং নার্স। তারা এসে দুপক্ষকে শান্ত করেন।
হাসপাতালের তরফ থেকে জানানো হয় আগে পরিক্ষা করা হবে তবেই ভর্তি করানো যাবে, তবে তার জন্য রোগীর অসুবিধা হবে না কোনো। তখন রোগীর আত্মীয়রা শান্ত হয়ে যান। পরে হাসপাতালের তরফ থেকে জানানো হয়, রোজই প্রচুর সন্দেহজনক রোগী আসছেন, সংক্রমন ছড়ানোর ভয়ে হাসপাতালের কর্মীরা পিছিয়ে যাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি সব ঠিকঠাক করবার জন্য।