অবতক খবর , শিলিগুড়ি : মাষ্ক নেই। ছয়মাসে বুঝিয়ে পারা যায় নি। আজ ২ অক্টোবর মহান মনিষীর গান্ধীজীর জন্মদিন। তাই এই উপলক্ষ্য আজ পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশের পক্ষ থেকে awarness programme করা হয়। যারা মাষ্ক পড়েন নি তাদের মাষ্ক দেওয়া হয়।
পানিট্যঙ্কি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতেও বড় অনুষ্ঠানর আয়োজন করা হবে। যেখানে সাধারণ মানুষের জন্য মাষ্ক এর গুরুত্ব বোঝানো হবে। এদিন উপস্থিত ছিলেন পানিট্যাঙ্কি পুলিশের প্রধান অফিসারেরা।