অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়ির মিউসিপাল কর্পরেশনের কাজ ঠিকমত হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয় কিছু ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ পুরসভা কোন কাজই করছে না। বহুদিন থেকেই বন্ধ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকেরই একই মন্তব্য বার বার এসেও কিছু কাজ করা যাচ্ছে না, যেটা দরকার প্রচুর। আমরা বার বার বললেও কর্পরেশন নির্বিকার হয়ে আছে। পুরসভাও এর উত্তরে জানিয়েছে তাদের কিছু করবার নেই। বার বার বলা হচ্ছে যে এখন উপস্থিতির হার কম সেকারনে কাজ হতে একটু সময় লাগবে, অথচ এই কথাগুলো মানতে পারছেন না কেউই। কাজ থেমে যাবার জন্য কর্পরেশনের আর্থিক অবস্থাও খারাপ। কিন্তুু কিছুই করবার নেই।

এদিকে দিনের পর দিন এইভাবে থাকতে থাকতে পুরসভার কাজও কমে গেছে বলে জানালেন পুরকর্মীরা সঙ্গে কমেছে পুরসভার উপার্জনও।কি হবে ভবিষ্যতে? বলতে পারছেন না কেউই।