অবতক খবর,২ অক্টোবর: রেল অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে দেখা গেছে যে, অবৈধভাবে রেলের বিদ্যুৎ চুরি করছেন যারা তার সঙ্গে যুক্ত রয়েছেন রেলেরই অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মচারী এবং আধিকারিকরা। তারা রেলের বিদ্যুৎ চুরি করে তাদের বাড়িতে এসি,হিটার,গিজার ইত্যাদি চালাচ্ছেন। এই সমস্ত অবসরপ্রাপ্ত অফিসাররাই রেলের বিদ্যুৎ পরিচালন বিভাগের কাছে অভিযোগ করছেন যে, যে সমস্ত গরিব মানুষ রেল এলাকায় রয়েছেন তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে রেল। এটা গরিবদের উপর রীতিমত অত্যাচার।আসলে নিজেদের বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্যই তারা এই গরীব রেল কর্মচারীদের নাম নিচ্ছেন।

কিছু অল্প মাইনের রেল কর্মচারী তারা অবৈধভাবে রেলের বিদ্যুৎ চুরি করছেন ঠিকই, তবে তারা একটা লাইট, একটা ফ্যান চালাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে এই সুযোগে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মচারীরা নিজেদের পরিবারের সমস্তকিছুই এই রেলের বিদ্যুৎ চুরি করে চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন হলো এই চৌর্যবৃত্তি চলছে।

গতকাল এ বিষয়ে রেল কর্তৃপক্ষ একটি রেইড চালান। তাতে এই চৌর্যবৃত্তি ধরা পড়ে এবং সংযোগবাহী তারগুলো তারা কেটে নিয়ে চলে যান। যে সমস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিকরা জড়িত রয়েছেন, শীঘ্রই তাদের নাম প্রকাশ্যে আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।