অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ    এবার বাঁদরের আক্রমণে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন গ্রামবাসী। এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামের ।

স্থানীয় বাসিন্দাদের দাবি , গত দুমাস ধরে একটি বান্দর গ্রামবাসীদের উপর অতর্কিত ভাবে কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করছে । হাতে ঘাড়ে কামড়ে মাংস তুলে নিচ্ছে । স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজে যেতে পারছেন না এমনকি মর্নিং ওয়াকে যারা বের হয় তারাও আতঙ্কে রয়েছেন না জানি কখন বাঁদরের আক্রমণের মুখে পড়তে হয় । ইতিমধ্যেই বেশ কয়েক জন গ্রামবাসী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে । আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরাও তারা ভয়ে ভয়ে দোকান খুলতে ভয় পাচ্ছেন ।

দুঃখ হরণ গড়াই নামে আক্রান্ত এক স্থানীয় গ্রামবাসী বলেন , আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম সেই সময় হঠাৎই বাদরটি আমাকে আক্রমন করে । এই মুহূর্তে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি । মাঠে-ঘাটে কাজেও যেতে পারছি না ।

সোনামুখীর বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন , আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দু-তিনবার বাঁদরটিকে আটক করার জন্য খাঁচা পেতেছিলাম কিন্তু বাঁদরটিকে আটক করা সম্ভব হয়নি । আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব বাদরটিকে আটক করার যাতে করে গ্রামবাসীরা রেহাই পায় বাঁদরের হাত থেকে ।