অবতক খবর , সংবাদদাতা ,পূর্ব বর্ধমান :- জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমান স্টেশন সংলগ্ন যে নতুন ঝুলন্ত সেতুর রয়েছে , সেই ঝুলন্ত সেতুর উপর ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য যে ট্রাফিক বুথ ছিলো সেই ট্রাফিক বুথ ছোট থাকার কারনে নানা সমস্যা দেখা যাচ্ছিলো ট্রাফিক পুলিশ কর্মীদের ।যেমন রোদ জল বৃষ্টিতে থাকার কোনো জায়গা ছিলো না তাদের ।সেইমতো তাদের কথা চিন্তাভাবনা করে জায়গাটিতে বড়ো করে নবনির্মিত ট্রাফিক বুথ সেন্টার করা হলো।
আনুষ্ঠানিকভাবে সেই ট্রাফিক বুথ সেন্টারটি উদ্ভোধন করেন এদিন জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী।সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যান সিনহা রায় ,ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ,ট্রাফিক ডি এস পি হেডকোয়ার্টার ,বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ,বর্ধমান গোলাপবাগ ট্রাফিক ওসি সুদিপ্ত কুমার নন্দী, বিড়হাটা ট্রাফিক ওসি সংগ্ৰাম মহান্তি সহ অনান্য পুলিশ আধিকারিক এবং ট্রাফিক কর্মীরা।