অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ পোস্ট অফিসের সঠিক পরিষেবার দাবিতে এবার বিক্ষোভে সামিল পোস্ট অফিসের এজেন্ট ও গ্রাহকরা। বাঁকুড়ার মেজিয়ার শাখা পোস্ট অফিসের ঘটনা। এই শাখা পোস্ট অফিসের গ্রাহক ও এজেন্টের দাবি দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পোস্ট অফিসে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই শারদ উৎসবের প্রাকমুহুর্তে এই পোস্ট অফিস থেকে টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা। এই হয়রানির থেকে অবশেষে নিস্তার পেতে বিক্ষোভের পথে হাঁটলেন তারা।
এই পোস্ট অফিসের এজেন্টের দাবি দীর্ঘ বেশ কিছুদিন যাবত এই সমস্যা সৃষ্টি হওয়ায় পোস্ট অফিসের আধিকারিকদের একথা জানাতে গেলে আধিকারিকদের তরফ থেকে মিলে এজেন্ট পদ বাতিলের এমনি অভিযোগ।
আজ এই পোস্ট অফিসের সামনে গ্রাহকরাও এজেন্টরা টাকা লেনদেন করতে গেলে দেখে ফের একই সমস্যা ।তাই তারা এর প্রতিকার চেয়ে পোস্ট অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পোস্ট অফিসের প্রধান দরজার তালা খুলেন। যদিও পোস্ট অফিসের এক আধিকারিকের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষ তাকে তার ইউজারনেম এবং পাসওয়ার্ড না দেয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে এই সমস্যা খুব শিগগিরই মিটে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।