অবতক খবর , উত্তর দিনাজপুর : রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কৃষি বিলের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রায় শামিল হল ইসলামপুরের বিজেপি কর্মী-সমর্থকরা। শনিবার স্থানীয় ফার্ম কলোনি হাই স্কুল থেকে পি ডব্লিউ ডি মোড় পর্যন্ত একটি পদযাত্রায় শামিল হন সংগঠনের নেতা,কর্মীর পাশাপাশি একাধিক কৃষকরাও ।
মিছিলে উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অরুন মন্ডল জানান, কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করার ব্যবস্থা স্থান পেয়েছে এই বিলে। এই আইনের মাধ্যমে এক দেশ এক বাজার হওয়ায় কৃষি পণ্য ক্রয় করার জন্য আলাদা কোন লাইসেন্স এর প্রয়োজন নেই। কৃষকের উৎপাদিত পণ্য নষ্ট হবে না আর এবং কৃষকদের আয় ক্রমাগত বৃদ্ধি পাবে ।
অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। তাতে নয়ছয় করছে তৃণমূল কংগ্রেসের নেতারাই। এই কৃষি বিল চালু হওয়ায় তারা কাটমানি পাবেন না এবং তাদের কমিশন বন্ধ হয়ে যাবে। তাই তারা এই বিলের বিরোধিতা করছেন। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।