অবতক খবর , শিলিগুড়ি, ০৩ অক্টোবর : গুরুতর অসুস্থ হয়ে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার দুপুরে তার পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার কারণে তাকে নিয়ে কোচবিহার থেকে শিলিগুড়িতে আসেন। রবীন্দ্রনাথ ঘোষের বুকে সংক্রমণ রয়েছে।
জানাগেছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পরিবারের ৭ জনের শরীরে করোনার উপসর্গ থাকলেও মন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ মেলেনি। কিন্তু তার বুকে সংক্রমন ধরা পড়ায় পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার কারনে শিলিগুড়িতে আনার পরিকল্পনা করেন। কিন্তু শনিবার সকালে আচমকাই পড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তারফলে মন্ত্রীর মাথায় আঘাত লাগে।
এরপরই তরিঘরি নিয়ে আসা হয় শিলিগুড়ির এক বেসরকারী নার্সিংহোমে। বর্তমানে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল।