অবতক খবর , উত্তর দিনাজপুর : বিদ্যালয়ের মূল গ্রিলের গেট খুলে শ্রেণী কক্ষ থেকে অসংখ্য বেঞ্চ বের করে তা ভাঙছে দুস্কৃতিরা। চারিদিকে ছড়িয়ে আছে প্রচুর ভাঙাচোরা বেঞ্চ। এমনই চিত্র চোপড়া ব্লকের বড়বিল্লা হাই স্কুলের। দিনের পর দিন পড়ুয়াদের বেঞ্চ এভাবেই বাইরে নিয়ে এসে ভাঙচুর করা হচ্ছে অথচ নির্বাক বিদ্যালয় কতৃপক্ষ। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাকির আহমেদ জানান, বিষয়টি গ্রাম বাসীদের মাধ্যমে সোমবার তার নজরে এসেছে। তারা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিষয়ে কোনও কিছুই করছেন না। তাই তিনি এবার তাকে জানাবেন বিষয়টি। পাশাপাশি বিষয়টি বিডিও ও বিদ্যালয় পরিদর্শকের নজরে নিয়ে আসা হবে।
বিদ্যালয়ের ছাত্র নাফিস আলম জানায়, বাইরে থেকে খেলতে এসে অনেকেই ওই বেঞ্চ বের করছে। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ আসিরউদ্দিন জানান, বিষয়টি আজ তার কানে এসেছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তবে এর আগেও এরকম ঘটনা ঘটেছিল এবং বিদ্যালয় থেকে বেঞ্চ চুরিরও ঘটনা ঘটে ছিল বলে জানান তিনি।