অবতক খবর , উত্তর দিনাজপুর :    উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক, বোতলবাড়ি থেকে বেঙ্গল ২ বেঙ্গল রসাখোয়া অবদি বেহাল দশা, রাঘবপুর ও ভিগনপুর গ্রামবাসীরা নিজেরাই উদোগ নিয়ে রাস্তা তৈরি জন্য চাদা তুলে, ইট কিনে জেসেবি মেশিন দিয়ে রাস্তা সংস্কার করছেন।

ক্ষোভ বাড়ছে নৃত্য দিন যাতায়াত করা গ্রামবাসীদের মনে, করণদিঘী ব্লক জুড়ে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তার বেহাল দশা, প্রশাসন আধিকারিকরা ও পঞ্চায়েত কোনো রাস্তার কাজ করছেন না, চরম দূভোগের অসুস্থ রোগী দের নিয়ে হাসপাতালে যাওয়ার সময়।

এলাকার লোকজন বলেন, রাস্তার তৈরি জন্য লোকজন মাইক বাজিয়ে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন, প্রশাসন ও নেতারা, তবে ওই নারকেল ফাটিয়ে নারকেল খেয়ে, মিষ্টি খেয়ে শেষ তারপর আর হয় না, রাস্তা সংস্কার ও নতুন রাস্তার কাজ, কোথায় ও বোড লাগালো আছে রাস্তা হবে ঠিকাদার সংস্থা নামো লেখা থাকছে, গ্রামবাসীরা ঠিকাদার সাথে কথা বললে তারা কোনোকিছুই বলে না কিছুদিন পড়ে সেই বোড দেখা যায় আর নেই, শেষে গ্রামবাসীরা নিজেরাই রাস্তা জন্য চাদা তুলে রাস্তা তৈরি করছেন, করণদিঘী ব্লক জুড়ে একাধিক রাস্তা ঘাট বেহাল দশা।