অবতক খবর , রেজাউল করিম, মোথাবাড়ি :- মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানা থেকে অদূরে আক্রান্ত হলেন কালিয়াচক -২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকু রহমান বিশ্বাস। এক যুবক আচমকাই প্রকাশ্যে সভাপতি গাড়িতে ইট ছুড়ে মারতে থাকে । ইটের আঘাতে গাড়ির কাচ সহ গাড়ির কিছুটা অংশ ভেঙে যায়। গাড়ির মধ্যে মাথা নিচু করে ভাগ্য ক্রমে বেঁচে যায় , ব্লক সভাপতি টিংকু রহমান বিশ্বাস। গোটা ঘটনায় মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়।
ঘটনা জানাজানি হতেই অনুগামী ও যুবক শুভানুধ্যায়ীরা রাতেই মোথাবাড়ি থানাতে উপস্থিত হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সহ সভাপতি তথা সংখ্যা লঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম, আসাদুল আহমেদ, স্থানীয় বিডিও সহ একাধিক তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল কর্মীরা সেই দুষ্কৃতী কে হাতেনাতে ধরে ফেলে। আক্রান্ত ব্লক সভাপতি এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বলি বলে অভিযোগ করেছেন। পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। ধৃত ব্যক্তির নাম জান্নাতুল শেখ, স্থানীয় ছবিলপাড়ার ছেলে। ধৃত ব্যাক্তি অনেকটাই মানসিক অবসাদগ্রস্ত বলে পুলিশ জানিয়েছেন। ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত হাওয়াই তাকে মাফ করে দিয়ে তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন , ব্লক সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। যদিও সভাপতির অভিযোগ,” তার গাড়ির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধৃত ব্যক্তি মানসিক অবসাদগ্রস্থ। তাকে কেউ বা কারা উস্কিয়ে এই কাজ করেছে।এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই করেছে এমনটা মনে করছেন তিনি । কিন্তু ছেলেটি সহজ সরল ও মানসিক অবসাদগ্রস্ত থাকায় আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এবং তাদের পরিবারকে কথা দিয়েছি ওই ব্যক্তির সম্পূর্ণ মানসিক চিকিৎসার দায়িত্ব নেব। ,” সভাপতির এই মানবিক আচরণ ও মহানুভবতা নিয়ে এলাকার বাসিন্দার ভূয়সী প্রশংসা করেন।
তবে টিংকুর রহমান বিশ্বাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এদিন কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে প্রকাশ্যে রাজনৈতিক যুদ্ধে নামুক। কে বা কারা এ কাজ করেছে আমরা উপলব্ধি করতে পারছি।”

মালদা জেলা তৃণমূলের জেলা কমিটির নেতা নজরুল ইসলাম জানান , এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক আক্রমণ বলে মনে হচ্ছে । এই ঘটনা কেউ ঘটিয়েছে তাকে উস্কে । তবে কার্যত প্রানে বাচলেন সভাপতি। এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশ অবশ্যই এই ঘটনার তদন্ত করে ঘটনার পেছনে কোন অভিসন্ধি থাকলে তা খুঁজে বের করবে।মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে এই ঘটনা আকস্মিক। ঘটনার সঙ্গে জড়িত সম্পূর্ণ অবসাদগ্রস্ত ও কিছুটা পাগল প্রকৃতির লোক ।এই ঘটনার সঙ্গে কোন রাজনীতির নাই বলেই প্রাথমিকভাবেই স্পষ্টভাবে জানা যাচ্ছে। তবে অপরাধীকে আক্রান্ত সভাপতি ক্ষমা করে দিয়েছেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ থানায় করেননি।
প্রকাশ্যে মোথাবাড়ি থানা এলাকা থেকে মাত্র ৫০ মিটার এর মধ্যে এই ঘটনা ঘটায় মোথাবাড়ি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া পাওয়া যায়। বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানান ও ঘটনার তদন্ত করুক প্রশাসন। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ জানান,” একজন পাগলের ঘটনা ঘটলেও থানা থেকে স্বল্প দূরে যদি এক ব্লক সভাপতি আক্রান্ত হয় , তবে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা কতটা তা এই ঘটনা থেকেই স্পষ্ট । এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগাযোগ নেই। আমার ধারণা ভালো করে তদন্ত করে বুঝা যাবে এই ঘটনার পিছনে কে বা কারা থাকতে পারে। গোষ্ঠী কোন্দলকে উড়িয়ে দেওয়া যায় না । যদি ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধীর দাস বলেন, ঘটনায় কোন রাজনৈতিক যোগ নেই। একটা পাগল এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মোথাবাড়ি থানার পুলিশ জানায়, অতর্কিতে এক পাগল যুবকের এই আক্রমন । এই ঘটনার পেছনে কারো যদি কোন অভিসন্ধি থাকে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সেরকম কিছু মেলেনি।