অবতক খবর , শিলিগুড়ি, ৮ অক্টোবর : হাথরস ঘটনায় সোচ্চার পাহাড়ের বিভিন্ন বোর্ড। এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে দার্জিলিং ও কার্শিয়াং এর এই সংস্কৃতি ও উন্নয়নমূলক বোর্ডগুলির তরফে রেণু নীরা বোমজান জানান, হাথরসের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মহিলাদের অসম্মানের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক। পাহাড়েও এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তারা।
আরও জানান, ভারতবর্ষকে যেখানে ভারতমাতা বলে সম্মান করা হয় সেখানে নারীদের ওপর নির্যাতন কখনই কাম্য নয়।