এই দেশে প্রতি পনেরো মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। দেশ কি ধর্ষণ উপত্যকায় পরিণত হবে?
সর্বনাশ
তমাল সাহা
রামায়ণ মহাভারত মহাকাব্য। ইংরেজিতে একে বলে এপিক, বাবা বলেছিলেন।
আরও বলেছিলেন,গ্ৰন্হ দুটি ভারতীয় ঐতিহ্য।
আমাদের বাড়িতে ছোটদের বড়দের অনেকরকম রামায়ণ মহাভারত আছে।
বাবা বলেছিলেন,ভালো করে পড়ো, অনেককিছু শেখার আছে।
বাবা নেই, মহাকাব্য দুটো রয়ে গিয়েছে।
মহাকাব্য দুটি পড়তে খুবই ভালো।
শোক-দুঃখ,ন্যায়-অন্যায় ত্যাগ,যুদ্ধ,কর্মফল,
গীতার উপদেশের সুন্দর বর্ণনা আছে।
সাহিত্য গুণ অত্যন্ত ক্লাসিক।
কিন্তু ভীষণ সর্বনাশ হয়ে গেছে।
আমরা বুঝতেই পারিনি
বস্ত্রহরণ কাণ্ড ধর্ষণ কাণ্ডে পরিণত হবে।
অগ্নিপরীক্ষা দহনযজ্ঞে পরিণত হবে।
আমাদের মারাত্মক সর্বনাশ হয়ে গেছে।
রামরাজ্য-ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে
ধর্ষণরাজ কায়েম হয়ে গিয়েছে।