অবতক খবর , উত্তর দিনাজপুর :    উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক বন্যা কবলিত এলাকার প্রচুর পরিমাণে ধান চাষের ক্ষতি। নাগর নদীর জল ও দোমহনা নদীর জলে জলের তলায় ডুবে যায় ধান, বন্যার জলে ধান ডুবে গিয়ে পচে নষ্ট হয় চাষীদের।

আলতাপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, রসাখোয়া ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত, ও দোমহনা, কাকর মণি, বোড়দই , রসাখোয়া, রাঘবপুর, কালিতলা, মতিগঞ্জ, বিলাসপুর, বিঘার পড় বিঘা জমি জলের তলায় ডুবে ছিলো একটানা প্রায় ১০ দিন মতো। করণদিঘী বিডিও বিজয় মোক্তান বন্যা পরিস্থিতি পরিদশনে গিয়ে নিজে দেখেন সেই ধানের জমি, বিডিও বিজয় মোক্তান ধান চাষীদের সাথে কথা ও বলেন।

কৃষি দপ্তর আধিকারিক এ ডি এ ধীরেন ছেত্রী এলাকায় পরিদশন করেন, তিনি বলেন ২৬০০ হেক্টর জমিতে ধান ক্ষতি হয় নামের তালিকা তৈরি করা হবে শ্রীঘ্ই, চাষীদের দাবি সঠিক তদন্ত করে ক্ষতিপূরণ যাতে চাষীরা পায় সেই দিকে নজর দিতে বলেন চাষীরা