অবতক খবর, ৯ অক্টোবর ৮ অক্টোবর,২০২০ সন্ধ্যা ৬-২০ মিনিটে হালিসহর সাংস্কৃতিক সংস্থা-র ঘরে সংস্থা আয়োজিত গণসংস্কৃতি আন্দোলনে অবিচল সৈনিক, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ-এর প্রাক্তন সভাপতি প্রয়াত প্রবীর ( মনাদা ) বল-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য মনাদা অতীতে দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়েও নিরাময় হয় । ক্রমিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বরে নার্সিংহোমে ভর্তি হয় । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । গত ২ অক্টোবর ২০২০ বেলা ১১টার সময় মনাদা প্রয়াত হন।
এদিন মনাদার প্রতিকৃতিতে মালা, ফ্লেক্স সহ সুসজ্জিত ঘরোয়া অনুষ্ঠানে মনাদাকে স্মরণ করে নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানের শুরুতে ও শেষে হালিসহর সাংস্কৃতিক সংস্থা লেখা ও সুরকার মনাদার কিছু গান পরিবেশন করে । প্রারম্ভে বক্তব্য পেশ করে সাগর চ্যাটার্জী ।পথসেনা সমবেত প্রয়াসে মনাদার গান উদাত্ত কণ্ঠে সুন্দর ভাবে পরিবেশন করে । সীতাংশু চক্রবর্তীর মনাদাকে স্মরণ করে যে লেখা পাঠান, তা পাঠ করা হয় । সুদীপ দস্তিদার ও বান্ধবী মজুমদার এক গভীর আবেগে-আবেশে রবীন্দ্র সংগীত উপস্থাপন করেন । স্বরিৎ ( বাবলি ) চক্রবর্তী মনাদার পাশে থেকে পারর্ফম করার অভিজ্ঞতার ইতিকথা ও মনাদার গান সুন্দরভাবে উপস্থাপন করেন ।
অভিজিত ( রাণা ) সেনগুপ্ত এই পরিপ্রেক্ষিতে স্বরচিত কবিতা পাঠ করেন । রবি সেন ও সুব্রত ( বাপি ) সেনগুপ্ত মনাদার স্মরণে বিভিন্ন নাজানা দিক ও সাংস্কৃতিক কর্মী ও সংগঠন সম্পর্কে কিছু ইতিবাচক ভূমিকা, স্বচ্ছতার সাথে বক্তব্য পেশ করেন । সমগ্র অনুষ্ঠানটি যথাযথভাবে সঞ্চালনা করেন অর্ণব চক্রবর্তী । সহযোগিতা করেন বাপি ও আকাশ। এছাড়া শব্দপ্রেক্ষণে সাহায্য করেছেন শান্তনু । সক্রিয়ভাবে উপস্থিত হওয়ার জন্য, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাগর চ্যাটার্জী ।