অবতক খবর ,অভিষেক দাস,মালদা:- আবার মানবিক রূপ ফুটে উঠল মানিকচক থানার পুলিশের।রাতের অন্ধকারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে আত্মীয় পরিজনদের হাতে তুলে দিলেন মানিকচক থানার পুলিশ কর্মীরা। পুলিশের এমন রূপ দেখে খুশি ওই ব্যক্তির পরিজনরা। শুক্রবার দুপুরে মানিকচক থানা প্রাঙ্গণ থেকে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় তার পরিজনদের হাতে।
প্রসঙ্গত বুধবার রাতে ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশ টহলদাড়ি চালাচ্ছিল মানিকচক জুড়েই। তখন পুলিশের কাছে খবর পৌঁছায় জালালপুর এলাকায় এক ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা ধরে রেখেছেন।তৎপরতার সাথে ওসি গৌতম চৌধুরী সহ পুলিশ কর্মীরা ছুটি গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির সাথে কথা বলে পুলিশ জানতে পারেন তার মানসিক ভারসাম্য ঠিক নেই।ঠিকঠাক নিজের পরিচয় দিতে না পারায় কার্যত ঝামেলার মধ্যে পড়ে যায় পুলিশ। এরপর ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছবি পুলিশ কর্মীদের মাধ্যমে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। তারপরই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গ্রামবাসীরা জানতে পেরে আত্মীয় পরিজনদের খবর দিলে ছুটে আসে মানিকচক থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে,উদ্ধার হওয়া ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের নাম ফুলকুমার মন্ডল।মালদার ভুতনি থানা দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের ঝাঁকসুটোলা গ্রামের বাসিন্দা।পরিজনরা জানিয়েছেন,এই ব্যক্তি গ্রামের এদিক-ওদিক এই ঘুরে বেড়াই।তবে বুধবার দুপুর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে জানতে পারেন মানিকচক থানার পুলিশ তাকে রেখেছে। সমস্ত রকম ভাবে যত্নে রেখেছে পুলিশ কর্মীরা। পুলিশের এই মানবিক কাজ দেখে খুশি পরিজনসহ গ্রামবাসীরা।