অবতক খবর,৯ অক্টোবর: আজ মণীষ শুক্লা খুনের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে মোমবাতি হাতে করে বিজেপি কর্মীরা ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে শুরু করে টিটাগড় থানা পর্যন্ত মৌন মিছিল করে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমা শঙ্কর সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং,বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়।
শুভ্রাংশু রায় দাবি করেন, অবিলম্বে মণীষ শুক্লার হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে এবং ব্যারাকপুর অঞ্চলের যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, জনজীবনের স্বস্তির জন্য পুলিশ প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে হবে।