অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- চার সেন্টিমিটার দেশলাই কাঠির ওপর শূন্য দশমিক চার সেন্টিমিটার দুর্গা তৈরি করে তার লাগালেন বালুরঘাটের স্কুল শিক্ষিকা। সোমা মুখার্জি নামে এই স্কুলশিক্ষিকা প্রতিবছর রেকর্ড করার লক্ষ্যে ছোট থেকে ছোট দুর্গা মুর্তি বানিয়ে চলেছেন প্রতিবছর শারদ উৎসবের প্রাক্কালে রেকর্ড বইতে নাম তোলার লক্ষ্যে। সেইমতো এই বছর তিনি দেশলাই কাঠির ওপর দুর্গা মূর্তি তৈরি করে তাক লাগালেন। জানা গেছে তিন বছর আগে স্কুল শিক্ষিকা একটি ছোট দুর্গা মূর্তি তৈরি করেন।
আর সেই মূর্তি দেখে তার স্বামী সহ অন্যান্যরা তাকে আরো ছোট মূর্তি তৈরি করার উৎসাহ দেন। সেইমতো তিনি প্রতি বছর দুর্গাপূজার সময় একটি করে মূর্তি তৈরি করে চলেছেন ,যা বিগত বছরগুলোর তুলনায় ছোট হয়। সোমা দেবী জানালেন যে তার এই বছরের দূর্গা মূর্তি তৈরি করতে হয় মাস সময় লেগেছে। তার এই দুর্গামূর্তি তে শুধু দূর্গাই নেই আছে সরস্বতী লক্ষী গণেশ কার্তিক সহ দেব দেবীর বাহনরাও।
ইতিমধ্যেই সোমা দেবী লিমকা বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পরিবারবর্গের আশা যে আগামী কয়েক বছরের মধ্যেই আরো ছোট মূর্তি তৈরি করে সোমা মুখার্জি গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করতে পারবেন।