অবতক খবর , অভিষেক দাস ,মালদাঃ-    চুরির মোবাইল পাচার চক্রের হদিস পেয়ে সাফল্য পেলো কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে ১০৫ টি নামিদামি কোম্পানির চুরির মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।শনিবার ধৃতকে মালদা জেল আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে,ধৃতের নাম আশরাফুল আলম।সুজাপুর অঞ্চলের পূর্ব মহাজনপাড়া গ্রামের বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালায় , কালিয়াচক থানার পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় নামিদামি কোম্পানির ১০৫ টি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি সমস্ত চুরির।শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।