সাজ্জাদ হোসেন আহমেদ, অবতক খবর, কোচবিহার : শীতলকুচি ব্লকের নলগ্রাম রক্তিম সংঘের ৩৮ বছরের ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার এবছরের খেলায় আজ শুভ উদ্বোধন হল। নলগ্রাম রক্তিম সংঘের মাঠে ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও স্পেশাল অফিসার তথা কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। তিনি খেলার মাঠে উপস্থিত সকল ক্রীড়ামোদী মানুষকে এবং খেলোয়ারদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলখুচি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ এবং সহ সভাপতি শাহের আলী মিয়া, পুন্য গোবিন্দ সিংহ, সুশান্ত মহন্ত, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবলু বর্মনও ।
আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন (১) ভেটাগুড়ি সাউথ কর্নার এবং (২) কোচবিহার এসএস এসি খাগড়াবাড়ি। অন্যান্য টিমগুলি যারা এই নকআউটে অংশগ্রহণ করেছেন, তারা হল (৩)হাসিমারা এফসি (৪) নলঙ্গিবাড়ি নিউ টেনিস ক্লাব (৫) রামপুর ফুটবল একাদশ (৬) হলদিবাড়ি প্লেয়ারস ইউনিট (৭)মানবতার দোকান জমিরডাঙ্গা ও (৮) নলগ্রাম রক্তিম সংঘ, শীতলকুচি নলগ্রাম রক্তিম সংঘের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন জানান, মনসুর আলী মিয়া স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলে আসছে। মনসুর আলী মিয়ার অক্লান্ত প্রচেষ্টায় রক্তিম সংঘের পরিকাঠামো একটা মজবুত ভিত্তির উপর তৈরী হয়। এই খেলার মাঠ তৈরীতেও তার পরিপূর্ণ অবদান রয়েছে।
সংঘের সম্পাদক রেজাউল মিয়া জানান এই ক্লাব মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া দু লক্ষ টাকা পেয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকেও মাঝে মধ্যে কিছু অনুদান পাওয়া গেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই মাঠের সীমানা প্রাচীর এর জন্য স্থানীয় প্রশাসন ও বিধায়ক হিতেন বর্মন কে অনুরোধ জানানো হয়েছে, সরকারি অনুদান পেলে মাঠের সীমানা প্রাচীর তৈরি করা হবে বলে আমরা আশাবাদী।