অবতক খবর, সংবাদদাতা ,মুর্শিদাবাদ :- আন্তজাতিক শিশুকন্যা দিবস। সেই উপলক্ষে পুলিশ প্রশাসন এবং চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে এক আলোচনা সভা করা হয়। এই সভায় মেয়েরা তাদের বক্তব্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সামনে বলেন।
বাল্য বিবাহ সম্মন্ধে বলেন যে আমরা খবর পেয়েছি, যে পাশের গ্রামে এক নাবালিকাকে তার বাবা মা ,জোর করে বিয়ে দিচ্ছেন ,আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাবা মা কে বাধা দিই এই বিয়ে দিতে। তখনকার মত তারা থেমে যাই পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি অন্য জায়গায় নিয়ে তাদের বিয়ে দিয়ে দিয়েছেন।
আধিকারিকরা তাদের বলেন ,এরকম কোনো সম্যসা ঘটলে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে আলোর পথে য়্যাপ সংযুক্ত করে দেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয় , যদি কোনরকম সম্যসা দেখা দেয় , সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে। প্রশাসন সবসময় ব্যবস্থা নিবে।